ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে সাপটি কামড় দেয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ছাড়া পাশের ডিক্রির চর ইউনিয়নে দুই দিনে দুটি রাসেলস ভাইপার দেখতে পেয়ে পিটিয়ে মেরেছেন গ্রামবাসী।

রাসেলস ভাইপারের কামড়ে মারা যাওয়া হোসেন ব্যাপারী উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরেশ উল্লাহ ব্যাপারীর ছেলে। ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, গতকাল দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে একটি রাসেলস ভাইপার কামড়ায়। দ্রুত তাঁকে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই আজ বেলা ১১টার দিকে মারা যান তিনি।